আগামী বছর আইপিএল সম্পূর্ণ বদলে যাচ্ছে। ডিসেম্বরে বসছে আইপিএলের মেগা নিলাম। এই নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি বড় ক্রিকেটারদের দলে নিতে মরিয়া। আর হাতে মাত্র ৩ মাস বাকি। নিলামে স্ট্র্যাটেজি কী হবে, তৈরি করে রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এবার নিলামে সবথেকে বড় বাজি হতে পারেন রোহিত শর্মা। তাঁকে নিতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
বিভিন্ন প্রতিবেদন থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, জানা গিয়েছে আইপিএলের মেগা নিলামে রোহিতের দর সবথেকে বেশি হতে পারে। আইপিএলের অন্যতম সফল অধিনায়ক রোহিত। পাঁচবার তাঁর নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরশুমে হঠাৎ করেই তাঁকে সরিয়ে অধিনায়ক ঘোষণা করা হয় হার্দিক পান্ডিয়াকে। তখন থেকেই আঁচ পাওয়া গিয়েছিল রোহিত শর্মা দলবদল করতে পারেন। এবার মেগা নিলাম। তিনজন ক্রিকেটারকেই ধরে রাখতে পারবে কোনও ফ্র্যাঞ্চাইজি। তাই রোহিত শর্মাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
গত মরশুম থেকেই রোহিতের দিকে নজর ছিল। কোন ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কাদের সঙ্গে ভাল বন্ধুত্ব, সব নিয়েই চর্চা চলছে। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের মতো দলে রোহিত যেতে পারেন, এই নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। বলা হয়, কেকেআরে শ্রেয়স আইয়ারের পরিবর্তে কলকাতার অধিনায়ক হতে পারেন রোহিত। আবার অন্য একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ধোনির পরে রোহিতকেই অধিনায়ক হিসেবে পেতে চাইছে সিএসকে ফ্র্যাঞ্চাইজি।
তবে এবার নিলামের আগে রোহিতকে নিয়ে বড় আপডেট এসেছে বেশ কিছু প্রতিবেদনে। যেখানে বলা হয়েছে, রোহিতকে দলে পেতে ৫০ কোটি টাকা রেডি করছে দুটি ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে একটি দিল্লি ক্যাপিটালস। অন্যটি লখনউ সুপার জায়ান্টস। রেভস্পোর্টসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহিত কী ধরনের চুক্তিতে রাজি হবেন, তার উপর নির্ভর করবে কত টাকা নিতে পারেন। ট্রান্সফার ফির বিষয়টিও আছে। তাই ভারত অধিনায়ককে দলে পাওয়ার জন্য সব কিছু আটঘাট বেঁধে নামছে এই দুই ফ্র্যাঞ্চাইজি।