প্রাক্তন অস্ট্রেলিয় লেগ স্পিনার শেন ওয়ার্নের(Shane Warne) মৃত্যুতে কোনও রহস্য নেই। এমনটাই জানিয়েছে তাইল্যান্ড পুলিশ প্রশাসন। ব্যাঙ্ককের(Bangkok) বোফাট থানার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ওয়ার্নের মৃত্যুতে(Death of Shane Warne) চমকে গিয়েছিল গোটা বিশ্ব। অনেকেই প্রশ্ন তুলেছেন এর মধ্যে কী আসলে কোনও রহস্য রয়েছে। যদিও আগেই জানানো হয়েছিল, সম্ভবত হৃদরোগে(Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন ক্রিকেটারের।
আরও পড়ুন- Shane Warne died: মধ্যরাতে ওয়ার্নের মৃত্য়ু সংবাদ, সকাল থেকে শোকস্তব্ধ অস্ট্রেলিয়া
ওয়ার্নের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, তাইল্যান্ডে(Thailand) প্রয়াত হয়েছেন ওয়ার্ন। ব্যাংকক পুলিশ(Bangkok Police) এই মৃত্যুতে রহস্য খুঁজে না পেলেও প্রথা মেনে ময়নাতদন্ত করা হবে দেহের। এর পাশাপাশি ওয়ার্নের ভিলার কয়েকজন এবং আশেপাশের কিছুজনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ(Police)।