প্রতারণার শিকার ভারতের তারকা ক্রিকেটার দীপক চাহারের (Deepak Chahar) স্ত্রী। খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ব্যবসায় বিনিয়োগ করতে গিয়ে ১০ লক্ষ টাকা খুইয়েছেন চাহারের স্ত্রী জয়া ভরদ্বাজ (Jaya Bharadwaj)। পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন দীপক চাহারের বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন এক কর্তার নাম জড়িয়েছে। পারিখ স্পোর্টসের নামে মামলটি নথিভুক্ত হয়েছে। গত ৭ অক্টোবর, একটি চুক্তি অনুযায়ী, ১০ লক্ষ টাকা নিয়েছিল সংস্থা। টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পারিখ স্পোর্টসের মালিক ধ্রুব পারিখ ও কমলেশ পারিখের নামে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ভবিষ্যতে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হতে চান তিতাস
২০২২ সালে ২ জুন বিয়ে করেন দীপক চাহার ও জয়া ভরদ্বাজ। ২০২২ সালের ডিসেম্বরে শেষবার জাতীয় দলে খেলেছিলেন চাহার। গত আইপিএলেও চোটের জন্য খেলতে পারেননি তিনি।