শেষ ২টি T20 ম্যাচে দলে ফিরছেন দীপক চাহার। নিজেকে সেরা জায়গায় নিয়ে যেতে চান এই অলরাউন্ডার। জিও সিনেমার একটি সাক্ষাৎকারে তিনি জানান, দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলাই তাঁর লক্ষ্য।
রঞ্জি ট্রফিতে খেলবেন, আগামী মরশুমে আইপিএলের জন্য প্রস্তুতি সেরেছেন। কিন্তু এখনও টেস্ট ম্যাচ খেলার মতো ফিট নন। চাহার জানিয়েছেন, একমাস আগে থেকে যদি তাঁকে জানানো হয়, তা হলে তিনি সেই অনুযায়ী প্রস্তুতি সারতে পারবেন। সুইং, আইডিয়া তাঁর আছে। দেশের হয়ে টেস্ট খেলাই তাঁর কাছে আসল, এমনই মনে করছেন চাহার।
গত ২ বছর চোট সমস্যায় ভুগছেন দীপক চাহার। পিঠে চোট সমস্যা নিয়ে ২০২২ আইপিএলের মরশুম মিস করেছেন। অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপেও থাকতে পারেননি। আইপিএলের গত মরশুমে হ্যামস্ট্রিং ইনজুরিতে গুরুত্বপূর্ণ ৬টি ম্যাচও ছিলেন না চাহার।