বাংলার দীপ্তির বলেই ইংরেজ ব্যাটিংয়ের দর্প চূর্ণ। মুম্বইয়ে ভারত-ইংল্যান্ড মহিলাদের টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে সাত রানে পাঁচ উইকেট নিয়ে ইংরেজদের একাই শেষ করে দিলেন দীপ্তি শর্মা। তাঁর ঘূর্ণিতেই প্রথম ইনিংসে ১৩৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
৪১০ রানের পুঁজি নিয়ে এদিন ব্যাট করতে নামে ভারত। ৪২৮ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। মনে করা হয়েছিল পাল্টা কিছু করবে ইংল্যান্ড। কিন্তু ইংরেজদের এই ভাবনাকে একাই শেষ করে দিলেন দীপ্তি শর্মা।
ড্যানিয়েল ওয়াট, এমি জোনস, সোফি একলেস্টোন, কেট ক্রস ও লরেন ফিলারকে আউট করেন তিনি। মাত্র সাড়ে পাঁচ ওভারেই ইংরেজদের ব্যাটিং শিরদাঁড়া ভেঙে দেন তিনি।
২৯২ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ৬ উইকেট ১৮৬ রান।