টি-টোয়েন্টি কত সহজ খেলা, তা মেয়েদের আইপিএলে বারবার প্রমাণ করছেন ভারতীয় ব্যাটার শেফালি ভার্মা। মুম্বইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ২৮ বলে অপরাজিত ৭১ রানের সৌজন্যে গুজরাতকে সহজেই হারিয়ে দিল দিল্লি। তার আগে অবশ্য বল হাতে দিল্লির হয়ে জেতার রাস্তা পরিস্কার করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ম্যারিজিন ক্যাপ। তাঁর ১৫ রানে ৫ উইকেটের সৌজন্যে ২০ ওভারে গুজরাতের ইনিংস থমকে যায় ১০৫ রান। এই রান তুলতে দিল্লির দুই ওপেনার মেগ ল্যানিং এবং শেফালি ভার্মা সময় নিলেন মাত্র সাত দশমিক এক ওভার।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতের উইকেটের ধারাবাহিক পতন হয়। ২৮ রানের মধ্যেই তাদের পাঁচ উইকেট চলে যায়। প্রথম স্পেলেই চার উইকেট তুলে নেন ক্যাপ। দ্বিতীয় স্পেলে বল করতে এসে আরও একটি উইকেট পান তিনি। তিন উইকেট নিয়ে এই ম্যাচে তাঁকে সার্পোট করেন শিখা পাণ্ডে। এই ম্যাচে মাত্র এক ওভার বল করার সুযোগ পান মার্কিন ক্রিকেটার তারা নরিস।
রান তাড়া করতে নেমে, ১০ উইকেটে ম্যাচ বার করে নেয় দিল্লি। শেফালির অপরাজিত ৭১ রান সাজানো ১০টি চার আর ৫টি ওভার বাউন্ডারিতে। এই জয়ের ফলে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন দিল্লি। প্রথম স্থানে আছে মুম্বই।