শুক্রবার আইপিএলে ঘরের মাঠে ভাল খেলল লখনউ সুপার জায়ান্টস। তবে ১৬৮ রান তাড়া করতে নেমে ম্যাচ বের করে নিয়ে গেল দিল্লি ক্যাপিটালস। বোলিংয়ে দিল্লি টিমকে নেতৃত্ব দিলেন কুলদীপ যাদব। আর রানের বোঝা মাথায় নিয়েও কাজটা সহজ করে দিলেন জেক ফ্রেজার ম্যাকগার্ক ও অধিনায়ক ঋষভ পন্থ। ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের। ১৬০ রান তাড়া করে জয়। প্রথম টিম হিসেবে আইপিএলে নজির গড়ল দিল্লি ক্যাপিটালস।
শুক্রবার একেনা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউর অধিনায়ক কে এল রাহুল। ১৯ রান করে ফেরেন কুইন্টন ডি কক। কিন্তু অধিনায়ক রাহুলের ব্যাটে আসে ২২ বলে ৩৯ রান। মিডল অর্ডার ব্যর্থ হলেও লখনউর ব্যাটিং টেনে নিয়ে যান আয়ূশ বাদানি। ৩৫ বলে ৫৫ রান করেন তিনি। ১৬ বলে ২০ রান করে আরশাদ খান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে লখনউ। একেনা স্টেডিয়ামে এই রান জয়ের জন্য যথেষ্ট ছিল।
রান তাড়া করতে নেমে ওয়ার্নার মাত্র ৮ রানে ফেরেন। ওপেনার পৃথ্বী শ করেন ২২ বলে ৩২ রান করেন। ৩৫ বলে ৫৫ রান করেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। ক্রুনাল পান্ডিয়ার এক ওভারেই আসে ২১ রান। ওখানেই খেলা ঘুরে যায়। ২৪ বলে ৪১ রান করেন ঋষভ পন্থ। ১১ বল আগেই ছয় মেরে খেলা শেষ করেন স্টাবস।