কোটলার পিচে শেষ পর্যন্ত টার্নিং ও টুইস্ট। শেষ ওভারে বাকি ছিল ৭ রান। প্রথম বলে ২ রান। দ্বিতীয় বল নো। সেই বলেও এল ২ রান। মিস হল রান-আউট ও স্টাম্পিংয়ের সুযোগ। আর এই ২ বলেই শেষ হয়ে গেল গোটা ম্যাচ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয় দিল্লি ক্যাপিটালসের।
অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম গেমচেঞ্জার বৃষ্টি। টস হয় প্রায় ১ ঘণ্টা পরে। চারবার মাঠ পরিদর্শন করার পর ম্যাচ রেফারি খেলার অনুমতি দেন। টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ওপেনার জেসন রায় ছাড়া আর কেউ ক্রিজে দাঁড়াতে পারেননি। শেষদিকে রাসেলের ৩৮ রানের ইনিংসে ১২৭ রান তোলে কেকেআর। ৪ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: ৩৮ রান করে ত্রাতা রাসেল, কোটলায় দিল্লিকে ১২৮ রানের টার্গেট কেকেআরের
জবাবে ব্যাট করতে নেমে খুব সহজ হয়নি দিল্লি ক্যাপিটালসের লড়াই। অধিনায়ক ওয়ার্নারের ব্যাট থেকে ৫৭ রানের ইনিংস আসে। ইমপ্যাক্ট প্লেয়ার পৃথ্বী ১৩ রানে ফেরেন। মিচেল মার্শ ও ফিল সল্টকে ফেরান অনুকূল রায়। কিন্তু অক্ষর প্যাটেল ও ললিত যাদব ম্যাচ শেষ করে আসেন।