ফের হার মুম্বই ইন্ডিয়ান্সের। ঘরের মাঠে ১০ রানে জয় দিল্লি ক্যাপিটালসের। প্রথমে ব্যাট করে ২৫৭ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৭ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তালিকায় পাঁচ নম্বরে উঠে এল দিল্লি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অরুণ জেটলি স্টেডিয়ামে বিধ্বংসী ব্যাটিং জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। মাত্র ২৭ বলে ৮৪ রান আসে তাঁর ব্যাটে। ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কা এল ওই ইনিংসে। তিনি আউট হলেও শেষ দিকে বিধ্বংসী ব্যাটিং ট্রিস্টান স্টাবসের। ২৫ বলে ৪৮ রান করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা, ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে আইপিএল চ্যাম্পিয়নরা। ২৪ বলে ৪৬ রান করেন হার্দিক পান্ডিয়া। তিলক বর্মা করেন ৩২ বলে ৬৩ রান। টিম ডেভিড ১৭ বলে ৩৭ রান করেন। তবুও শেষ রক্ষা হয়নি মুম্বইয়ের।