বিরাটের বড় ইনিংস কাজে এল না। কাজে এল না মাহিপাল লোমরের ইনিংসও। অরুণ জেটলি স্টেডিয়ামে একাই নায়ক ফিল সল্ট (Phil Salt)। ৪৫ বলে ৮৭ রান করলেন তিনি। মরণ-বাঁচন ম্যাচে ঘরের মাঠে আরসিবিকে ৭ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলেও আরও খানিকটা এগিয়ে গেল দিল্লি। ছুঁয়ে ফেলল কলকাতা নাইট রাইডার্সকে।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক ফাফ দুপ্লেসি। বিরাট ও দুপ্লেসি জুটি অসাধারণ পারফরম্যান্স করেন। মাহিপাল লোমরের ব্যাটে আসে ২৯ বলে ৫৪ রানের ইনিংস। ১৮১ রান তোলে আরসিবি। কিন্তু দিল্লির ব্যাটিং উইকেটে ওই রান তুলতে কোনও বেগ পেতে হয়নি। ১৬ ওভার ৪ বলে ১৮৭ রান তুলে ফেলেন ওয়ার্নাররা। শেষ বলে ছয় মেরে খেলা শেষ করেন রিলে রসৌ।
আরও পড়ুন: আইপিএলে ৭ হাজার রানের মালিক, দিল্লির বিরুদ্ধে হাফসেঞ্চুরি বিরাটের
এদিন দিল্লির হয়ে ওপেনার ওয়ার্নার ২২ রান করে ফেরেন। কিন্তু বিধ্বংসী মেজাজে ছিলেন সল্ট। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ২৬ রান। ২২ বলে ৩৫ রান করেন রিলে রসৌ।