ইউপি ওয়ারিয়ার্সকে (UP Wariorz) ৪২ রানে হারাল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।মঙ্গলবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দাপুটে জয় ছিনিয়ে নিল দিল্লি।
প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির হয়ে ৭০ রানের ইনিংস আসে মেগ লেনিংয়ের ব্যাট থেকে। মাত্র ২০ বলে ৪২ রান করে জেস জোনাসেন। প্রথম ইনিংসে ২১১ রান তোলে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: 'স্ট্রাইক রেট নির্ভর করে ম্যাচের ওপর', লখনউয়ের জার্সি উদ্বোধনে এসে জানালেন রাহুল
রান তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারে ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইউপি ওয়ারিয়র্স। ১৬৯ রানে শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। ইউপি ওয়ারিয়ার্সের হয়ে ৯০ রান করেন অপরাজিত ছিলেন তাহলিয়া ম্যাকগ্রেথ। দিল্লির হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন জেস জোনাসেন। ম্যাচের সেরাও হন তিনি।