মেয়েদের আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালস। গুজরাত জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করল দিল্লি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার এলিমিনেটরের ম্যাচে খেলবে দুই দল।
বুধবার দিল্লি ও মুম্বইয়ের পয়েন্ট সমান ছিল। গুজরাতের বিরুদ্ধে হারলে দুই নম্বরে নেমে যেতে পারত। সেই সুযোগ যদিও দেননি মেগ ল্যানিং, জেমাইমা রড্রিগেজরা। গুজরাতকে ১২৬ রানে শেষ করে দেয় দিল্লি। দুটি করে উইকেট নেন শিখা পান্ডে, মিন্নু মানি, মেরিজেন কাপরা।
১৩.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। শেফালি ভার্মা করেন ৭১ রান। জেমাইমা করেন ৩৮ রান। শুক্রবার মুম্বই ও বেঙ্গালুরুর মধ্যে যে জিতবে, তাঁরাই ফাইনালে উঠবে।