ক্রিকেটার সারফরাজ খান এবং মণীশ পান্ডেকে আর দলে রাখছে না দিল্লি ক্যাপিটলস। সূত্র মারফত এমনই খবর জানা গিয়েছে। এর সঙ্গে এমনকি পৃথ্বী সাউয়ের ভবিষ্যৎও অনেকটাই অনিশ্চিত বলে জানা গিয়েছে।
গত IPL-এ মোট চারটি ম্যাচে ৫৩ রান করেছিল সারফরাজ। এবং ১০টি ম্যাচে ১৬০ রান করেছিল মণীশ। সূত্রের খবর, ওই ম্যাচে খুব একটা উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই তাঁদের। সেকারণেই তাঁদের সরিয়ে দিতে চাইছে ফ্রানচাইজি।
তবে মণীষ পাণ্ডেকে দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস। পুরো IPL এর কেরিয়ারে তাঁর ঝুলিতে ৩৮০৮ রান রয়েছে।