বিধ্বংসী ইনিংস ফ্রেজার ম্যাকগার্কের। অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বইকে বড় টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। আর ম্যাকগার্কের পাশাপাশি বড় ইনিংস এল শাই হোপ, ঋষভ পন্থ ও স্টাবসের ব্যাটেও। ২০ ওভারে ২৫৮ রানের টার্গেট দিল্লি ক্যাপিটালসের।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ২৭ বলে ৮৪ রান তোলেন ফ্রেজার ম্যাকগার্ক। ২৭ বলে ৩৬ রান করেন অভিষেক পোড়েল। ম্যাকগার্কের পাশাপাশি বিধ্বংসী ইনিংস শাই হোপের। ১৭ বলে ৪১ রান করেন তিনি। ২৫ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন স্টাবস। ক্রিজে তাঁর সঙ্গী ছিলেন অক্ষর প্যাটেল।