শেষ ম্যাচে দুই টিমই হেরেছে। বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে নামবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে জয়ের জন্য ঝাঁপাবে দুই দলই।
এই মরশুমে দুর্ধর্ষ ফর্মে আছেন কেকেআরের রিঙ্কু সিং। নতুন অধিনায়ক নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়াররাও রানের মধ্যে আছেন। কিন্তু বোলিং নিয়ে চিন্তা যাচ্ছে না কেকেআরের। গত ৫টি ম্যাচের মধ্যে ৪ ম্যাচেই বিপক্ষ দল কেকেআরের বিরদ্ধে ১৮০ রানের উপরে তুলে নিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে কলকাতা। কিন্তু হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওয়ার্নারদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে চায় কেকেআর।
এদিকে দিল্লি ক্যাপিটালসের এই মরশুম খুব একটা ভাল যাচ্ছে না। প্রথম ৫টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচই হেরেছে টিম। ঋষভ পন্থের অনুপস্থিতি বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফর্মে আছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত ম্যাচ গড়িয়েছিল। কলকাতার বিরুদ্ধে মরশুমের প্রথম জয় পেতে চান পৃথ্বী শ-রা।