বুধবার আইপিএলে ফের নামছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে টিম। ধর্মশালায় দীর্ঘদিন পর আইপিএলের আসর বসতে চলেছে। এই ম্যাচে জয়ে ফিরতে চায় পঞ্জাব কিংসও।
অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লিকে হারিয়েছে পঞ্জাব। এই ম্যাচেও তাই আত্মবিশ্বাসী শিখর ধাওয়ানরা। দিল্লি প্লে-অফ থেকে ছিটকে গেলেও খাতায় কলমে এখনও ছিটকে যায়নি পঞ্জাব। পরপর দুটি ম্যাচে জিততে মরিয়া আর্শদীপ সিংরা। বেগুনি টুপির লড়াইয়ে আছেন আর্শদীপ নিজেও। এদিকে ৩৮৪ রান করেছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
বুধবার ম্যাচে দুই টিমের থেকেও আকর্ষণের কেন্দ্রবিন্দু ধর্মশালা স্টেডিয়াম। এবার আইপিএলে এই প্রথম ধর্মশালায় খেলা হবে। প্রাকৃতিক সৌন্দর্যে নান্দনিক ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।