কোভিড আশঙ্কায় (Covid 19) পুনে থেকে মুম্বইয়ে ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে বিসিসিআই (BCCI)। আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) টিমের অনেক ক্রিকেটার। এরই মধ্যে বুধবার পঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। কোভিড বাধা কাটিয়ে জয়ই লক্ষ্য দিল্লি ক্যাপিটালসের। এদিকে ভাল ফর্মে আছে পঞ্জাব কিংসও। ঋষভ পন্থদের হারিয়ে পয়েন্ট টেবিলে ওপরে ওঠাই টার্গেট পঞ্জাবের।
গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্থ ভাল ইনিংস খেলেন। ৬৬ রান করেন ওয়ার্নার। ৩৪ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিকের দুরন্ত পারফরম্যান্সের জেরে হারতে হয় দিল্লিকে।
আরও পড়ুন: দিল্লি দলের ৫ সদস্য আক্রান্ত করোনায়, পুণে থেকে পাঞ্জাবের ম্যাচ সরে গেল মুম্বইয়ে
এদিকে গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবেছে পঞ্জাব কিংসের। রাহুল ত্রিপাঠী ও ইদন মারক্রমের ঝোড়ো ইনিংসে হারতে হয় পঞ্জাবকে। এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে যে কোনও ভাবে জয় চাইছে পঞ্জাব কিংস।