ম্যাচ হারলেই প্লে-অফের (Play Off) আশা এবারের মতো শেষ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। বুধবার আইপিএলে (IPL 2022) দিল্লি ক্যাপিটালসের সামনে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্যাচে জিতলে সরাসরি প্লে-অফে জায়গা করে নেবে রাজস্থান রয়্যালস।
প্রথম ১১ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে জিতেছে রাজস্থান রয়্যালস। আর মাত্র একটি ম্যাচে জিতলেই প্লে-অফে পৌঁছে যাবে তাঁরা। এবার আইপিএলে বেশ আত্মবিশ্বাসী সঞ্জু স্যামসন। রাজস্থানের বোলিং ও ব্যাটিং বিভাগও দারুণ সফল। ভাল ফর্মে আছেন ওপেনার জোস বাটলার। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। এদিকে সেরা বোলার যুজভেন্দ্র চাহাল। সর্বাধিক উইকেট তাঁরই দখলে।
আরও পড়ুন: আইপিএলের দর্শকসংখ্যা কমেছে টিভিতে, বদল আসছে বিজ্ঞাপনের নীতিতেও
এদিকে এবার টুর্নামেন্টে ভাল শুরু করেছিল দিল্লি ক্যাপিটালসও। অধিনায়ক ঋষভ পন্থের দলও প্লে-অফে যাওয়ার যোগ্য দাবিদার। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন কোভিড আক্রান্ত হন দিল্লির ক্রিকেটাররা। তারপর থেকেই পতন শুরু হয়েছে দিল্লির। ১১টি ম্যাচের মধ্যে মাত্র ৫টি ম্যাচে জিতেছেন ঋষভ পন্থরা।
এখনও পর্যন্ত আইপিএলে ২৫বার মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস।