বৃহস্পতিবার আইপিএলে (IPL 2022) কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে নামবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এখনও পর্যন্ত আইপিএলে চারটি ম্যাচে জিতেছে। হেরেছে পাঁচটি ম্যাচে। সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত পাঁচটি জয় পেয়েছে। হেরেছে চারটি ম্যাচে। প্লে অফের (Play Off) লড়াইয়ে উঠতে দুই টিমই জয়ের জন্য মুখিয়ে।
এবার আইপিএলে ভাল ফর্মে আছে ঋষভ পন্থের দিল্লি। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ভাল খেলেও ৬ রানে হারতে হয়েছে। একই টিম নিয়ে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। জানা গিয়েছে চোট কাটিয়ে অনেকটাই সুস্থ হয়েছেন আনরিখ নর্জে। খুব তাড়াতাড়ি, টিমে ফিরবেন তিনি। এদিকে সানরাইজার্স হায়দরাবাদ টিমে দারুণ পারফরম্যান্স করছেন উমরান মালিক। কিন্তু গত ম্যাচে ভাল ফর্মে ছিল না সানরাইজার্স হায়দরাবাদ। হারতে হয়েছে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফের ফর্মে ফিরতে চান উমরান মালিক।
আরও পড়ুন: চমকে দিল পাঞ্জাব, আট উইকেটে জয় গুজরাতের বিরুদ্ধে
সানরাইজার্স হায়দরাবাদ টিমে ওপেন করতে নেমে ভাল পারফরম্যান্স করেছেন কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা। ভাল ফর্মে আছেন আইডেন মারক্রম, নিকোলাস পুরান। এদিকে দিল্লি টিমে ফর্মে ফেরার অপেক্ষায় ডেভিড ওয়ার্নার। হায়দরাবাদের বিরুদ্ধে রানে ফিরতে চান আরেক ওপেনার পৃথ্বী শ। মিচেল মার্শ, ললিত যাদবরাও লখনউর বিরুদ্ধে হারের পর জয়ের জন্য মুখিয়ে। আর ভুবনেশ্বর কুমার, উমরান মালিকের বোলিং আক্রমণ সামলাতে হবে ঋষভ পন্থদের।