পাহাড়ের কোলে ক্রিকেট। বৃহস্পতিবার থেকে সেই দৃশ্যই দেখতে চলেছে এই দেশ। ধর্মশালায় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। টসের আগে যা ইঙ্গিত, তাতে একটি পরিবর্তন হতে চলেছে ভারতীয় দলে।
রাঁচি থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল হিমাচলের বাইশ গজে বাদ পড়তে চলেছেন রজত পাতিদার। ম্যাচের আগে তা কার্যত স্পষ্ট হতে চলেছে। টিম ম্যানেজমেন্ট থেকে দাবি করা হচ্ছে, পাতিদারের বদলি হিসাবে এই ম্যাচে দেখা যেতে পারে দেবদত্ত পাড্ডিকলকে।
বৃষ্টি নয়, এই টেস্টে বাধা হতে পারে বরফ। এই পরিস্থিতিতে খেলতে হবে দুই দেশকে। এই মাঠেও ফ্যাক্টর হচ্ছে টস। তবে বল স্পিন করার থেকে বাউন্স হবে বেশি। এমনটাই দাবি কিউরেটরের।