সচরাচর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনা একেবারেই না পসন্দ মহেন্দ্র সিং ধোনির। এবার নাইটক্লাবে রীতিমতো নাচতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। দুবাইয়ের একটি নাইটক্লাবে দেখা যায় মাহিকে। সঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার আরও এক সতীর্থ হার্দিক পান্ডিয়া।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ খেলে ছুটি নিয়েছেন হার্দিক পান্ডিয়া। দুবাইয়ে গিয়ে দেখা হয় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। শনিবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন বাদশা। সেই অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায় ধোনি ও হার্দিক পান্ডিয়াকে। গানের তালে হার্দিকের সঙ্গে নাচলেন ধোনি। এমন মেজাজে এর আগে মাহিকে কখনও দেখা যায়নি। এর আগেও অনেক পার্টিতে ছিলেন মাহি। নাচ বরাবর এড়িয়ে গিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শনিবার হার্দিকই প্রায় জোর করে ধোনিকে নাচতে বাধ্য করেন। হার্দিকের ঢঙেই পার্টি করলেন ধোনি। বাদশার জনপ্রিয় কালা চশমা গানে নাচতে দেখা যায় তাঁদের। ধোনির স্ত্রী সাক্ষী সেই নাচের ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন।
আগামী মরশুমে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ধোনি। নিয়মিত ক্রিকেটের মধ্যে নেই। তবে হলুদ জার্সিতে ধোনিকে দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।