ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। শুক্রবার রাতে ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আর সেই স্কোয়াডে নাম ধ্রুব জুরেলের। এবার বিরাট-রোহিতদের সঙ্গে একই দলে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন তিনি। আবেগপ্রবণ ধ্রব নিজেই।
দলঘোষণার পর যখন খবর আসেন, তাঁর বাবা ধ্রুবকে জিজ্ঞাসা করেন, কোন ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। ধ্রুব জানান, রোহিত-বিরাটভাইদের দলেই সুযোগ পেয়েছেন। ধ্রুব জানিয়েছেন, এই মুহূর্তটা তাঁর জীবনে খুবই আবেগের। ধ্রুব জানিয়েছেন, তাঁর জাতীয় দলের ডাক পাওয়ার খবরে খুশি তাঁর গোটা পরিবার।
একটা সময় ছিল, যখন ক্রিকেটের জন্য বাবার কাছে ধমক খেয়েছিলেন। বাবা নিজে সেনাবাহিনীতে কর্মরত। ছেলেকে ব্যাট কিনে দেওয়ার জন্য ৮০০ টাকা ধার করতে হয়েছিল। মা সোনার চেন বিক্রি করে দিয়েছিলেন। পারিবারিক অবস্থা স্বচ্ছল ছিল না ধ্রুবদের। কিন্তু বাবা-মায়ের আত্মত্যাগের কথা ভোলেননি।