টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর থেকেই ময়না তদন্ত চলছে। কিন্তু এবার হরমনপ্রীতদের পাশে দাঁড়িয়ে নয়, বরং তাঁদের ব্যর্থতাকে কড়া সমালোচনা করে তোপ দাগলেন আর এক প্রাক্তন অধিনায়ক। ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ডায়ান এডুলজির অভিযোগ, বিরাটদের মতো সমহারে বেতন দিচ্ছে বিসিসিআই, তারপরেও হার। এ ভাবে চলতে পারে না। বোর্ডের উচিত কড়া পদক্ষেপ নেওয়া। খুঁত কোথায়, তাও চিহ্নিত করে দিয়েছেন ডায়না। অবিলম্বে ভারতীয় মহিলা ক্রিকেটে ইয়ো-ইয়ো টেস্ট আনার পরামর্শ দিয়েছেন।
ডায়নার দাবি, ভারতীয় মহিলা ক্রিকেটে ইয়ো-ইয়ো টেস্টে চালু হলে ১৫ জনের মধ্যে অধিকাংশই ব্যর্থ হবেন। তাঁর অভিযোগ, প্রতিনিয়ত ভারতীয় মেয়েদের ভোগাচ্ছে ফিল্ডিং। যা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। হরমনপ্রীতদের কাছে প্রাক্তন অধিনায়কের প্রশ্ন, যদি যুব দল এত ফিট থাকতে পারে, তা-হলে বড়দের ফিটনেসের এত খারাপ অবস্থা কেন ?
একইসঙ্গে, ডায়নার খেদ, ভারতীয় মহিলা ক্রিকেট দলের স্পিন বোলিং নিয়েও। তাঁর দাবি, একটা সময় ছিল স্পিনারই ম্যাচ জেতাতেন। এখন স্পিনারদের হাল দেখলে দুঃখ লাগে। এত হতশ্রী স্পিন তিনি কোনও দিন দেখেননি বলেও দাবি প্রাক্তন অধিনায়কের।