কেমন হবে বিশ্ব টেস্টের ফাইনালে পিচের চরিত্র ? নিজের টুইটার হ্যান্ডেলে তিনটি ছবি পোস্ট করে ওভাল টেস্টের বিবরণ দিয়েছেন ক্রিকেটার দীনেশ কার্তিক। যিনি এই সিরিজের ধারাভাষ্যকারও বটে। নিজের সোশাল হ্যান্ডেলে কার্তিকের দাবি, এই পিচেই ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জ মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের সামলে দেওয়া। তবে কার্তিকের দাবি, এই পিচে অবশ্যই দুর্দান্ত ব্যাট করবেন বিরাট-গিলরা।
বুধবার থেকে শুরু হচ্ছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই নিয়ে পরপর দুবার ফাইনাল খেলবে ভারত। গতবার অল্পের জন্য ফাইনাল হাতছাড়া হয়েছিল। এবার রোহিত শর্মার কাছে চ্যালেঞ্জ বিলেতে মাটিতে টেস্ট জয়ের। কারণ, বিশ্বকাপের আগে এটাই ভারতের কাছে সবচেয়ে বড় ম্যাচ।
কী হবে এই ম্যাচে বৃষ্টি হলে ? রোহিতদের কাছে এটাও এক চিন্তার বিষয়। কারণ, যদিও ম্যাচে আগাগোড়া বৃষ্টি হয়, সেক্ষেত্রে বেশি পয়েন্ট থাকার জন্য চ্যাম্পিয়ন হয়ে যাবে অস্ট্রেলিয়া।