২০০৭, T20 বিশ্বকাপ। টিমে ছিলেন দীনেশ কার্তিক। অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেবার পাকিস্তানকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। সেই টিমে ছিলেন রোহিত শর্মাও। এবার রোহিতের নেতৃত্বে T20 বিশ্বকাপ খেলবেন দীনেশ। তাই আবেগপ্রবণ কার্তিক। ইনস্টাগ্রামে রোহিতকে চিঠি লিখলেন তিনি।
দীনেশ কার্তিক লেখেন, "এত কিছুর মধ্যে দিয়ে গিয়েও আমার উপর বিশ্বাস রেখেছে, আমাকে সময় দিয়েছে। সব সময় দেখিয়েছে, সুড়ঙ্গের শেষে আলো অপেক্ষা করে আছে। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। আমার কাছে সেই ব্যক্তির নাম রোহিত শর্মা।"
আরও পড়ুন: সব ম্যাচে এক দল নাও থাকতে পারে, পাক ম্য়াচের আগে ইঙ্গিত রোহিতের
শুধু রোহিতই নন, প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকেও ধন্যবাদ জানিয়েছেন কার্তিক। দীর্ঘদিন পর জাতীয় দলে কার্তিকে প্রত্যাবর্তন নিয়ে প্রশংসা করেছেন পন্টিং। মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন কাছ থেকে দেখেছেন। সেখানে পন্টিংকেও প্রশংসা করেন কার্তিক। কার্তিক জানান, চ্যাম্পিয়ন লিডার ও দারুণ গেম রিডার। বিপক্ষ হিসেবেও আগ্রাসী পন্টিং। সেটাই তাঁর পন্টিংকে ভাল লাগার সবথেকে বড় বিষয়। সম্প্রতি আইসিসির একটি ভিডিয়োতে পন্টিং জানান, ৩৭ বছরের কার্তিক যেভাবে তিন ফরম্যাটে দাপিয়ে খেলছেন, তা প্রশংসা যোগ্য। দু বছর আগেও মনে হয়েছিল, ওর কেরিয়ার শেষ।