আইপিএলে শনিবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indias) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টুর্নামেন্টের শেষ লগ্নে এসে রোহিত শর্মাদের জয়ের দিকে তাকিয়ে দুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বৃহস্পতিবার শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়ে অনবদ্য জয় পায় আরসিবি। বড় রান আসে বিরাট কোহলির ব্যাটেও। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে জিততেই হবে দিল্লি ক্যাপিটালসকে।
বর্তমানে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে আরসিবি। পাঁচ নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের তাই ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে জিতলে নেট রান রেটে প্লে-অফে উঠবে দিল্লি। টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে আরসিবি। হারলে সুযোগ থাকছে বিরাটদের। তাই এই ম্যাচে রোহিত শর্মাদের পাশেই দুপ্লেসি ও বিরাটরা।
আরও পড়ুন: দলকে জিতিয়ে তৃপ্ত 'ম্যাচের সেরা' বিরাট, বহুদিন পর কাটল রানের খরাও
এখনও পর্যন্ত আইপিএলে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই করেছে গুজরাট টাইটান্স। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছে গিয়েছে লখনউ। এবার শনিবারের ম্যাচের ওপর নির্ভর করছে তৃতীয় দলের লড়াই। এবার টুর্নামেন্টে একেবারেই ভাল খেলতে পারেননি পাঁচবারের আইপিএল জয়ী টিম মুম্বই ইন্ডিয়ান্স। আগেই বিদায় নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংসও। নতুন দল হিসেবে লখনউ ও গুজরাত প্লে-অফে উঠেছে। এবার আর কোনও দুটি দল প্লে-অফে কোয়ালিফাই করতে পারবে, তার অপেক্ষা শুরু।