টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে হারের পর টানা ৪ টেস্টে জয়। ড্রেসিংরুমে রাহুল দ্রাবিড়ের স্পিচ 'ভাইরাল' সোশ্যাল মিডিয়ায়। ধ্রুব জুরেল, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারদের প্রশংসা করলেন দ্রাবিড়।
বোর্ডের পোস্ট করা একটি ভিডিয়োয় টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়কে বলতে শোনা যায়, "এই ধরনের সিরিজ জয় আদায় করে নিতে হয়। টেস্ট ক্রিকেট অনেক সময়ই কঠিন হয়ে যায়। দক্ষতা, শারীরিক ও মানসিক শক্তির শীর্ষে থাকতে হয়। কাজ সহজ নয়। এখানেই আমাদের তৃপ্তি।"
দলের তরুণ ক্রিকেটারদের আলাদা করে প্রশংসা করেন দ্রাবিড়। কঠিন সময় চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। দ্রাবিড় বলেন, "আগামী দিনেও আমাদের একই কাজ করে যেতে হবে। ধর্মশালা ম্যাচ অনেক কিছু শিখিয়েছে। সব পরীক্ষা টিমের ছেলেরা ভাল ভাবে পাস করেছে।" দ্রাবিড়ের আশা, আগামী দিনেও একই সঙ্গে খেলবেন এই দলের তরুণ ক্রিকেটাররা।