এশিয়া কাপ ও বিশ্বকাপে নামবে ভারত। তার আগে টিম ইন্ডিয়ার জার্সির প্রধান স্পনসর ফ্যান্টাসি গেমিং সংস্থা ড্রিম ইলেভেন। ১৪ জুন একটি টেন্ডার ছাড়ে বিসিসিআই। জানা গিয়েছে, বোর্ডের সঙ্গে ৩৫৮ কোটি টাকার চুক্তি হবে ড্রিম ইলেভেনের। এর আগে টিম ইন্ডিয়ার জার্সির প্রধান স্পনসর ছিল বাইজু। শনিবারই এই চুক্তির কথা ঘোষণা করে বিসিসিআই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনও স্পনসর ছিল না টিম ইন্ডিয়ার জার্সির। বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, ভারতের জার্সির প্রধান স্পনসর হিসেবে ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি হয়েছে।
আরও পড়ুন: লসেন ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া, চোট কাটিয়ে ফিরেই সাফল্য জ্যাভলিন তারকার
বিশ্বকাপের আগে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। এবার জার্সি স্পনসর হিসেবে থাকবে ড্রিম ইলেভেন। জানা গিয়েছে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করবে ড্রিম ইলেভেন।