রবিবার দুপুর থেকেই রাস্তাঘাট শুনশান। আইপিএলে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হয়তো এটাই শেষ ম্যাচ। অবসর নিয়ে নিলে, আর ধোনিকে দেখার সুযোগ থাকবে না। তাই আবেগটাই যেন আলাদা। রবিবার ইডেনের বিভিন্ন গেটের সামনে গিজগিজ করছে হলুদ জার্সি। সেলফি তুলছেন কেউ কেউ। কারও হাতে ধোনির পোস্টার। আবার কেউ কেউ সাফ জানিয়ে দিচ্ছেন, গুরুদেব ধোনিকে দেখার জন্যই তাঁরা এই ম্যাচে এসেছেন। সিএসকে নয়, তাঁরা ধোনির অনুরাগী।
সিএসকে ম্যাচে ইডেনে টিকিটের চাহিদা প্রথম থেকেই বেশি। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে টিকিট শেষ হয়ে গিয়েছে। রবিবার ধোনিকে শ্রদ্ধা জানাতে হলুদে সেজে উঠেছে ইডেন গার্ডেন্স। বৃষ্টি যদি বাদ না সাধে, তা হলে ইডেন সিএসকের হয়ে গলা ফাটাবে। বিশ্বকাপজয়ী অধিনায়ককে শ্রদ্ধা জানাবে কলকাতা। আর তার জন্য তৈরি ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স।
আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন মেসি! ১৫টি সুটকেস নিয়ে বার্সেলোনায় আর্জেন্টিনার অধিনায়ক
রবিবার রাতে সিএসকে টিম কলকাতার আসার পর এয়ারপোর্টে হাজির ছিলেন ধোনি অনুরাগীরা। টিম বাসের বাইরে উন্মাদনা দেখা যায়। ধোনি বরণে ইডেন গার্ডেন্সেও তৈরি অনুরাগীরা।