বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। একদিনের সিরিজে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। রবিবার থেকেই শুরু হয়ে গেল অনলাইনে টিকিট বিক্রি। ম্যাচের আগে থাকছে লেজার শো। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেই লেজার শো হবে।
অনলাইন ও কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট ছাড়া হয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এছাড়া ১০০০, ১৫০০ টাকার টিকিটও থাকছে। বুধবার পর্যন্ত পাওয়া যাবে টিকিট।
কিছুদিন আগেই ইডেনের নতুন ফ্লাডলাইট বসেছে। নতুন এলইডি আলোতে আর বিদ্যুৎ বিপর্যয়ের ভয় থাকছে না। নিভে গেলে সঙ্গে সঙ্গে জ্বলে যায়। ইডেনে প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের আগে ইডেনকে সম্পূর্ণ নতুন রূপে সাজাতে তৈরি সিএবি প্রেসিডেন্ট।