দর্শকশূন্য আসনেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) সিরিজ। আমেদাবাদ (Ahmedabad) ও কলকাতায় (Kolkata) দুটি ভেন্যুতে সিরিজের সব ম্যাচ হবে। আমেদাবাদে হবে তিনটি ওয়ানডে। আর ইডেনে হবে তিনটি টি২০ ম্যাচ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে সেজে উঠবে ইডেন।
কোভিড (Covid 19) পরিস্থিতিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ক্রিকেটারদের বিভিন্ন ভেন্যুতে যেতে গেলে কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। শেষ মুহূর্তে ভেন্যু নিয়ে একটি সিদ্ধান্তে আসে বোর্ড। দুটি ভেন্যুতেই শেষ করার সিদ্ধান্ত হয় দুটি সিরিজের। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুই টিমের ক্রিকেটারদের বায়ো বাবেলে রাখা হবে।
আরও পড়ুন: মেগা নিলামের আগে অধিনায়কদের নাম জানালো লখনউ-আমেদাবাদ, লখনউয়ের দায়িত্ব পেলেন রাহুল
সিএবি ও গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনও জানিয়েছে, ভারতে আয়োজিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবকটি ম্যাচই দর্শকশূন্য হবে।