ফুটবল সম্রাট পেলেকে সম্মান জানাবে ইডেন গার্ডেন্স। ১৯৭৭ সালের সেপ্টেম্বরে মোহনবাগানের বিরুদ্ধে নিউ ইয়র্ক কসমস দলের হয়ে এই ইডেনেই নেমেছিলেন পেলে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচের আগে পেলেকে শ্রদ্ধা জানানো হবে।
১৯৭৭ সালের সেই ঐতিহাসিক ম্যাচের বেশ কিছু ছবি সংগ্রহ করেছে সিএবি। বৃহস্পতিবার ইনিংসের বিরতিতে এক মিনিট ইডেনে লেজার শোয়ের মাধ্যমে পেলের সেই ম্যাচের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হবে। আরও একবার স্মৃতি রোমন্থনের সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরাও।
আরও পড়ুন: ৬৮ রানে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের
সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইডেনেই যে পেলে এসে খেলে গিয়েছেন, নতুন প্রজন্মের অনেকেই জানেন না। এদিকে ম্যাচের দুদিন আগে পিচ পরিদর্শন করে যান প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।