আইপিএল এর আগে আরও একটি নতুন ক্রিকেট লিগ চালু হতে চলেছে ভারতে। আগামী ২ থেকে ৯ মার্চ চলবে এই লীগ। ছয়টি দল নিয়ে এই ম্যাচ টি১০ ফরম্যাটে হবে। তবে, ক্রিকেট ম্যাচ হলেও খেলা হবে টেনিস বলে।নতুন এই লীগের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)।
আইপিএল-এর মতই ফ্রাঞ্চাইজি লিগ হতে চলেছে এটি। প্রতিদলেরই একজন করে খ্যাতনামা মালিক থাকবেন। প্রতিটি দলের হাতে ক্রিকেটারদের কেনার জন্যে ১ কোটি টাকা করে থাকবে। আগামী ২৪ ফেব্রুয়ারি এই নিলাম হবে।
আরও পড়ুন - পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়নস ট্রফি, কোথায় হবে?
মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা এবং শ্রীনগরের দল থাকবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার রাখা হবে। এই লিগের কমিশনার হিসাবে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।