শনিবার সকালে প্রথম সেশনে ইংল্যান্ডের সব উইকেট একাই তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। ৩৫৩ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ড। ১২২ রানে অপরাজিত জো রুট। এদিকে ব্যাট করতে নেমে রাঁচিতে প্রথমেই অ্যান্ডারসনের বলে ফিরলেন রোহিত শর্মা। ক্রিজে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল।
শুক্রবার প্রথম সেশন ছিল আকাশদীপ সিংয়ের। অভিষেক টেস্টেই ৩ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় সেশনেই খেলা ধরে নেন জো রুট। রুট ও ফোকস বড় ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে ইংল্যান্ড। শনিবার সকালে ড্রিঙ্কস ব্রেকের পরই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।