T20 বিশ্বকাপে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে অভিযান শুরু ইংল্যান্ডের। ইংল্যান্ড বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। একাই ৫ উইকেট নিয়েছেন স্যাম কুরান।
প্রথমে ব্যাট করতে নেমে কোনও পার্টনারশিপ তৈরি করতে পারেনি আফগানিস্তান। ১৯.৪ বলে মাত্র ১১২ রান তোলে টিম। ইব্রাহিম জার্দান ৩২ ও উসমান ঘানি ৩০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমেকম রান তাড়া করতেও ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার অ্যালেক্স হলস ১৯ ও ডেভিড মালান করেন ১৮ রান। ২ রানে ফেরেন বেন স্টোকস। ২১ বলে ২৯ রান করে ম্যাচ জিতিয়ে আসেন লিয়াম লিভিংস্টোন। ১১ বল বাকি থাকতেই খেলা শেষ করে ইংল্যান্ড।