দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে( Second one day match) সমতা ফেরাল ইংল্যান্ড(England)। লর্ডসে ১০০ রানে হারল টিম ইন্ডিয়া(Team India)। ২৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই ফেরেন অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। প্রথম ম্যাচে টিম থেকে বাদ পড়ার পর, দ্বিতীয় ম্যাচে ফিরেছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এই ম্যাচেও ব্যর্থ বিরাট। ১৬ রানে ফেরেন তিনি। ১৪৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৬ উইকেট নিয়েছেন রিচি টপলে।
এদিন ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজভেন্দ্র চাহাল। জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা শুরু ভাল করলেও, শেষ করে আসতে পারেননি। ০ রানে ফেরেন ঋষভ পন্থও। দীর্ঘদিন পর ওয়ান ডে সিরিজে দলে ফিরেছেন শিখর ধাওয়ান। ধাওয়ান এদিন ফেরেন মাত্র ৯ রানে। ৩৮.৫ ওভারে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
আরও পড়ুন: নিজেকেই ফর্মে ফিরতে হবে বিরাটকে, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল জয়ের ২০ বছর। লর্ডসের গ্যালারিতে ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly), সচিন তেন্ডুলকর,(Sachin Tendulkar) মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) কিন্তু লর্ডসে রথী-মহারথীদের সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে হারল টিম ইন্ডিয়া।