ভারতের মাটিতে তাঁরা তিন-দুইয়ে সিরিজ জিতবেন। রাজকোটে ভরাডুবির পরেও এই দাবি ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের। ম্যাচের শেষে তিনি জানিয়েছেন, তাঁদের হাতে আরও দুটি ম্যাচ রয়েছে। আর এই দুটি ম্যাচে অন্য ইংল্যান্ডকে দেখতে পাওয়া যাবে। তবে স্টোকস স্বীকার করেছেন দ্বিতীয় ইনিংসে আরও সংযত হয়ে তাঁদের ব্যাটিং করা উচিত ছিল।
রাজকোটে ভারতের কাছে ৪৩৪ রানে হেরে বর্তমানে ২-১ ফলে পিছিয়ে ইংল্যান্ড। ভারতের ৫৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে কোনও প্রতিরোধ তৈরি করতে পারেননি ইংলিশ ব্যাটাররা। ১২২ রানে শেষ হয়ে গিয়েছে তাঁদের ইনিংস। স্টোকস জানিয়েছেন, এই হারের পর তাঁদের দিকে অনেকেই আঙুল তুলবেন। কিন্তু তাঁর বিশ্বাস, এই সিরিজ জিতেই লন্ডন ফিরবেন।
তবে সিরিজের ফল কী হবে, তা হয়তো সময় বলবে। কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যশস্বীতে মুগ্ধ ইংরেজ অধিনায়ক। ৩২ বছরের বেন স্টোকসের দাবি, নতুন তারকা তৈরি করে দিয়েছে ভারতীয় ক্রিকেট। আরও অনেক ডবল আসবে যশস্বীর ব্যাটে।