৩০০ বলে ৪৯৮ রান। ভাবছেন রসিকতা। না এটাই বাস্তব। আর সেটাই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেটে করে দেখিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। অ্যামস্টালভিনে সিরিজের প্রথম ম্যাচে এই রান গড়েই বিশ্বরেকর্ড করেছেন ব্রিটিশরা। এরআগে একদিনের ক্রিকেটে তাঁদের সবোর্চ্চ রান ছিল ৬ উইকেটে ৪৮১ রান। নিজেদের নজির ভেঙে নতুন ইতিহাস ব্রিটিশদের। নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে শতরান করেছেন তিন ইংরেজ ক্রিকেটার। এরমধ্য়ে জস বাটলারের অবদান ৭০ বলে ১৬২ রান। ৯৩ বলে ফিল সল্ট ১২২ আর ১০৯ বলে মালানের অবদান ১২৫। বাটলারের ইংনিস সাজানো ১৪টি ছয় আর সাতটি বাউন্ডারিতে। ১৬ বলে হাফসেঞ্চুরি করে একদিনের ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন লিয়াম লিভিংস্টোন। জবাবে ২৬৬ রানে শেষ হয়েছে নেদারল্যান্ডসের ইংনিস।
টি-টোয়েন্টির দাপটে একদিনের ক্রিকেটের রং এখন অনেক ফিকে। কিন্তু শুক্রবার যা হল, তাতে ৫০ ওভারের ক্রিকেটও দাবি করতে পারে, তার সাবেকিয়ানায় এখনও কোনও টোল পরেনি। আজ থেকে একদশক আগেও একদিনের ক্রিকেটে ৩০০ থেকে ৩৫০ ছিল গড় রান। কিন্তু একদিনের ক্রিকেটের উপরেও যে টি-টোয়েন্টির ছাপ পড়ছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে সাম্প্রতিক কয়েকটি ম্যাচের স্কোরকার্ডে। আর সেই নজির ছাপিয়ে শুক্রবার ইংল্যান্ডের নতুন বিশ্ব রেকর্ড।
এই সিরিজে তিনটি ম্য়াচ খেলবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। প্রথম ম্যাচেই ঝুরি ঝুরি রেকর্ড গড়লেন ব্রিটিশরা। এই নিয়ে তৃতীয়বার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও দলের তিন ক্রিকেটার এক ইংনিসে শতরান করলেন। ১৬ বলে হাফসেঞ্চুরি করে দ্রুততম ৫০ রানের নজির লিভিংস্টোনের। এক ওভারে ৩২ রান। ইংলিশ ক্রিকেটার হিসাবে লিভিংস্টোনের ব্যাটে এও এক নজির।