চতুর্থ দিনে রুট ও বেয়ারস্টোর দাপুটে ইনিংস। এজবাস্টনে রান তাড়া করতে নেমে জয়ের অনেকটাই কাছে পৌঁছে গেল ইংল্যান্ড। ৩৭৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন ইংরেজ ব্যাটসম্য়ানরা। পঞ্চম দিন জয়ের জন্য বাকি মাত্র ১১৯ রান। চতুর্থ দিন ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৫৯ রান।
রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ১০৭ রানের পার্টনারশিপ করেন ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স লিজ ও জ্যাক ক্রলে। অ্যালেক্স করেন ৫৬ রান ও জ্যাক ক্রলের ব্যাট থেকে আসে ৪৬ রানের ইনিংস। জসপ্রীত বুমরার ডেলিভারিতে ০ রানে ফেরেন অলি পোপ। কিন্তু খেলা ধরে নেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্টো। প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন বেয়ারস্টো। দ্বিতীয় ইনিংসেও তাঁর ভাল ফর্ম অব্যাহত। ৭২ রানে অপরাজিত থাকলেন তিনি। ৭৬ রানে অপরাজিত জো রুটও।
আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসেও পন্থের হাফ সেঞ্চুরি, এজবাস্টনে ইংল্যান্ডের সামনে টার্গেট ৩৭৮ রান
প্রথম ইনিংসে ভাল খেললেও দ্বিতীয় ইনিংসে সেভাবে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ৬৬ রান আসে চেতেশ্বর পূজারার ব্যাট থেকে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেন পন্থ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও এদিন ব্যর্থ হন রবীন্দ্র জাদেজাও। ২৩ রানে ফেরেন তিনি। ২৪৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৩৭৮ রানে লিড নেয় ভারত।