মধ্যাহ্নভোজের পরই সিরাজের বিধ্বংসী বোলিংয়ে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। ৩১৯ রান তোলে ইংল্যান্ড। ১২৬ রানে পিছিয়ে বেন স্টোকসরা। রবিচন্দ্রন অশ্বিন নেই। রাজকোটে তৃতীয় টেস্টের (Rajkot Third Test) তৃতীয় দিনই ধস ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে। ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট তুলে নেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।
শনিবার ড্রিঙ্কসের আগে ৪ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে ইংল্যান্ড। ১৮ রান করে বুমরার ডেলিভারিতে ফেরেন রুট। কুলদীপ যাদবের ডেলিভারিতে শূন্য রান করে ফেরেন জনি বেয়ারস্টো। অধিনায়ক বেন স্টোকস করেন ৪১ রান। জাদেজার ডেলিভারিতে ফেরেন তিনি।
এদিন প্রাক্তন ক্রিকেটার দত্তজিরাও গাইকোয়াড়ের প্রয়াণে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। বিসিসিআই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রবীণ টেস্ট ক্রিকেটার ছিলেন দত্তজিরাও গাইকোয়াড়।