রাঁচি টেস্টে অভিষেকেই নজর কাড়লেন আকাশদীপ সিং। যশপ্রীত বুমরার পরিবর্তে দলে যোগ দিয়েই ইংল্যান্ডের টপ অর্ডার একাই ধসিয়ে দিলেন তিনি। এক ওভারেই তিনি ফেরান বেন ডাকেট ও অলি পোপকে। তাঁর বলে বোল্ড হয়ে ফেরেন জ্যাক ক্রলি। উইকেট তুলে ইতিহাস গড়লেন রবিচন্দ্রন অশ্বিনও। ১১২ রানে ৫ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
এদিন দ্বিতীয় ওভারে ক্রলির স্টাম্প উড়িয়ে দেন আকাশদীপ। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান ইংল্যান্ড ওপেনার। এরপর তাঁর গতির সামনেই থামতে হয় ক্রলিকে। এদিকে টেস্ট ক্রিকেটে একটি টিমের বিরুদ্ধে ১০০ উইকেট নিয়ে নজির গড়লেন অশ্বিন। প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির তাঁর। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০০ রানও আছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন রেকর্ড কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।
আরও পড়ুন : শুক্রবারও উত্তপ্ত সন্দেশখালি, এলাকা পরিদর্শনে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা