দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা ইংল্যান্ড শিবিরে। বিশাখাপত্তনম টেস্টের আগে ছিটকে গেলেন অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ। প্রথম টেস্টে ২৮ রানে রোমহর্ষক জয় পেয়েছে ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, হাঁটুতে চোটের জন্য খেলতে পারবেন না লিচ।
ইংল্যান্ড অধিনায়ক স্টোকস জানিয়েছেন, "দ্বিতীয় টেস্টে নেই লিচ। এটা টিমের রাছে খুবই ধাক্কা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।"স্টোকসের আশা, লিচের এই চোট খুব সিরিয়াস হবে না। মেডিকেল টিম তাঁর দেখভাল করছে বলেও জানিয়েছেন তিনি। আগামী দিনে ফের টিমে ফিরতে পারবেন বলেও আশাবাদী স্টোকস।