বার্মিহ্যামে অ্যাসেজের প্রথম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ২৮১ রান। এই রান তাড়া করতে নেমে দিনের শেষে টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোর তিন উইকেটে ১০৭ রান। ৩৪ রানে ব্যাট করছেন উসমান খোয়াজা। সঙ্গী স্কট বোল্যান্ড। এর আগে, চতুর্থদিনে ২৭৩ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে চারটি করে উইকেট অধিনায়ক প্যাট কামিন্স এবং ন্যাথন লায়নের। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা জো রুট এই ইনিংসে আউট হয়েছেন ৪৬ রান করে। ২৮ রানে দুই নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড।
দিনের শুরু থেকেই কার্যত ইংলিশ ইনিংসে ধস নামিয়ে দেন অজি পেসাররা। বিশেষ করে ইংলিশ টপ অর্ডারকে ছেঁটে ফেলতে একাই দায়িত্ব নেন অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর শিকার ডাকেট, পোপ, স্টোকসের মতো ইংলিশ ব্যাটার। সঙ্গে লায়নের ঘূর্ণিতে কেঁপে যান বাকিরা। বিপদজনক হওয়ার আগেই রুট এবং হ্যারি ব্রুককে আউট করেন লায়ন।
৬৩ রান দিয়ে চার উইকেট নেন কামিন্স। ৮০ রান দিয়ে চার উইকেট লায়নের। রুট ছাড়াও ব্রুকের অবদান ৪৬ রান। ৪৩ রান করে আউট হন অধিনায়ক স্টোকস।