অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফের সুখকর হল না মইন আলির কাছে। অ্যাসেজ সিরিজের দ্বিতীয় দিনেই তাঁকে জরিমানা করল আইসিসি। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। মইনের বিরুদ্ধে অভিযোগ, বল শুকনো করতে গিয়ে তিনি কিছু একটা মাখিয়ে ছিলেন। যা বল বিকৃতির সামিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের সামনে তা স্বীকার করেছেন তিনি। তার সাজা হিসাবে আর্থিক জরিমানা করে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে ৩৮৬ রানে গুটি দিল ইংল্যান্ড। ১৪৬ রানে আউট হলেন উসমান খোয়াজা। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর দুই উইকেট ২৮ রান। তাড়া এগিয়ে ৩৫ রানে।
পাঁচ উইকেটে ৩১১ রান। এখান থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। তাদের ইনিংস স্থায়ী হল স্কোর বোর্ডে মাত্র ৭৫ রান যোগ করে। ৬৬ রান করে আউট হন অ্যালেক্স কেরি। অধিনায়ক প্যাট কামিন্সের অবদান ৩৮ রান। বার্মিহ্যামের পিচকে মন্থর বলেছিলেন ইংলিস পেসার স্টুয়ার্ট ব্রড। কিন্তু তৃতীয় দিনে এই পিচ থেকে সাফল্য এল।
ইনিংসে তিনটি করে উইকেট ব্রড এবং রবিসনের। অভিজ্ঞ অ্যান্ডারসনের ঝুলিতে এই টেস্টে এখনও পর্যন্ত এক উইকেট।