ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হার। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধান হেরে ৩ পয়েন্ট খোয়াল লিগ টেবিলের ২ নম্বরে থাকা আর্সেনাল। ১৩ মিনিটে প্রথম গোল হজম করে তাঁরা। ৫৫ মিনিটে দ্বিতীয় গোলের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল।
এদিকে প্রিমিয়ার লিগে আরও একটি অঘটন। ব্রিগটনের বিরুদ্ধে হারতে হল টটেনহ্যামকে। ৪-২ গোলের ব্যবধানে হারে তাঁরা। এই ম্যাচ জিতে ৮ নম্বরে উঠে এল ব্রিগটন। পাঁচ নম্বরেই থেকে গেল টটেনহ্যাম।
বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে লিভারপুল। দুই নম্বরে আর্সেনাল। তিনে অ্যাস্টন ভিলা ও চারে ম্যান সিটি।