পরপর দুদিন ম্যাচ। একদিন পাকিস্তান, অন্যদিন শ্রীলঙ্কা। পরপর দুই ম্যাচ জিতে সরাসরি এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া। মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারানোর পর গ্যালারিতে হাতাহাতি সমর্থকদের। ভারত ও শ্রীলঙ্কা, দুই পক্ষের সমর্থকের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মঙ্গলবার ৪১ রানে শ্রীলঙ্কাকে হারায় রোহিত ব্রিগেড। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা যায়, গ্যালারিতে শ্রীলঙ্কার জার্সি পরা এক ব্যক্তি মেজাজ হারিয়ে ভারতীয় সমর্থকের উপর চড়াও হয়। অন্য এক সমর্থককে ঘুঁসি মারতে থাকেন। উপস্থিত অনেকেই তাঁদের হাতাহাতি থামানোর চেষ্টা করেন।
ওয়ানডে ক্রিকেটে টানা ১৩টি ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে থেমে যায় তাঁদের বিজয়রথ। তবে বৃহস্পতিবার মেগা লড়াই। পাকিস্তানকে হারালে এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে তাঁরা।
আরও পড়ুন: বেশ নার্ভাস লাগছিল, নিজের কামব্যাক নিয়ে অকপট লোকেশ রাহুল