ICC on Youtuber : যতকাণ্ড সিডনিতে, ইউটিউবারদের দৌরাত্ম রুখতে আইসিসির নয়া ফতোয়া

Updated : Oct 29, 2022 00:52
|
Editorji News Desk

কী হচ্ছে ডনের সিডনিতে ? এবার অভিযোগ ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের বাবা কৃষ্ণ কুমারের মোবাইল কেড়ে নেওয়ার। বুধবার নেদারল্যান্ডস ম্য়াচের আগে নেটে অনুশীলন করছিল ভারতীয় দল। সেই সময় ছেলের ছবি তোলার জন্য ক্যামেরা অন করেছিলেন কৃষ্ণ কুমার। কিন্তু অভিযোগ সঙ্গে সঙ্গে তাঁর ক্যামেরা কেড়ে নেওয়ার। এই ঘটনায় আক্ষেপ কৃষ্ণ কুমারের। তিনি জানিয়েছেন, সাইতিরিশ বছর বয়সে দীনেশ এই দলের সদস্য। নিয়মতি খেলছেন। পরের বছর ভারতের মাটিতে হবে বিশ্বকাপ। সেই দলে দীনেশ থাকবেন কিনা, জানা নেই। তাই অস্ট্রেলিয়ার মাটিতে ছেলের ছবি তুলতে গিয়েছিলেন। কিন্তু সেই ছবি তোলা হল না। 

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, এখন থেকে ভারতীয়দের নেটে আর কোনও ছবি বা ভিডিও তোলা যাবে না। মূলত ইউটিউবারদের উপদ্রব রুখতেই এই কড়া দাওয়াই। কারণ, বিশ্বকাপ শুরুর পর থেকেই দেখা গিয়েছে ভারত এবং পাকিস্তানের অনুশীলনের ছবি তুলে তা ইউটিউবে আপলোড করা হচ্ছে। তার ফলে লক্ষাধিক টাকা রোজগার করছেন ইউটিউবাররা। যার জেরে বিরক্তি প্রকাশ করেছে আইসিসির সরকারি সম্প্রচার সংস্থাও। তাই ছবি তোলা রুখতে নেটের সব কোণে রাখা হয়েছে স্পেশাল টিমকে। যারা ছবি তোলা দেখা মাত্রই মোবাইল কেড়ে তা ডিলিট করে দিচ্ছেন। 

আইসিসি-র এই কড়া দাওয়াইে ক্ষোভ ইউটিউবারদের। তাঁদের অভিযোগ, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এই পদক্ষেপে তাঁদের রোজগারে টান পড়ছে। কারণ ভারতের ছবি তাঁদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। করোনার সময় নিয়ম ছিল নেটের কাছে যাওয়া যাবে না। এখন সেই নিয়ম নেই। কিন্তু আইসিস-র এই নতুন নিয়মকে তাঁরা মেনে নিতে পারছেন না। 

T20 World Cup 2022YoutuberFatwaICCTeam India

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া