এবার T20 বিশ্বকাপে (T20 World Cup 2022) প্রথম হ্যাটট্রিক (Hattrick)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই অনন্য রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের ক্রিকেটার জস লিটল (Jos Little)। ফেরালেন কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ১৯তম ওভারে এসে হ্যাটট্রিক করেন লিটল। দ্বিতীয় বলে ফেরান উইলিয়ামসনকে। পরের বলেই ফেরান নিশামকে। এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও লাভ হয়নি। পরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্যান্টনারও।
আরও পড়ুন: কলকাতায় ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু, দেখা করবেন সৌরভের সঙ্গে, খেলবেন প্রদর্শনী ম্যাচও
এদিন প্রথমে ব্যাট করে ১৮৫ রান তোলে নিউজিল্যান্ড। ওপেনাপ ফিল অ্যালেন ৩২ রান করেন। কনওয়ে করেন ২৮ রান। ৩৫ বলে ৬১ রান করেন কেন উইলিয়ামসন। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন জস লিটল।