বৃহস্পতিবার, ৭ মার্চ ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট সিরিজ । যদিও নিয়মরক্ষার ম্যাচ । তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলেও ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ ম্যাচ । কিন্তু, আদৌ কি এই ম্যাচ হবে ? আবহাওয়া আপডেট যা বলছে, তাতে ম্যাচ ঘিরে অনিশ্চয়তা রয়ে যাচ্ছে ।
ভারত-ইংল্যান্ড ম্যাচে কাঁটা এবার বৃষ্টি নয়, বরফ । জানা গিয়েছে, হু হু করে তাপমাত্রা নামবে । ফলে বরফ পড়ার সম্ভাবনা থাকছে । আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে পাঁচ দিন ধর্মশালারসর্বনিম্ন তাপমাত্রা থাকবে -৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার, শনি ও সোমবার বরফ পড়ার পূর্বাভাস রয়েছে । সারাদিন আকাশ মেঘলা থাকবে । আবার বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে । সুতরাং ম্যাচ আদৌ হবে কি না, তা আবহাওয়ার পরিস্থিতির উপরই নির্ভর করছে ।
ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে গিয়েছে ভারত। তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য পঞ্চম সিরিজটিও ভারতের জন্য গুরুত্বপূর্ণ । এদিকে, ধর্মশালার টেস্টে খেলবেন না কে এল রাহুল। চোটের চিকিৎসা করাতে তিনি লন্ডনে গিয়েছেন। ডান হাতের কোয়াড্রিসেপসের সমস্যায় ভুগছেন কে এল রাহুল। বোর্ডের চিকিৎসকরাও রাহুলের চোট নিয়ে ধন্দে । গত বছর কোয়াড্রিসেপসে অস্ত্রোপচার হয় রাহুলের।