ভারতীয় ক্রিকেটে কেএল রাহুল একা ব্যক্তি নন, অতীতেও একাধিক ক্রিকেটার সমালোচিত হয়েছেন। দেশের হয়ে খেলতে নেমে রান না পেলে, এটাই দস্তুর বলে মনে করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এখনই রাহুলের উপর থেকে আস্থার হাত সরিয়ে নেওয়া উচিত নয় বলেই মত সৌরভের। মহারাজের দাবি, সব ক্রিকেটারের উপর চাপ আছে। কারণ, বোর্ডের নজর রয়েছে। ম্যানেজমেন্টের নজর রয়েছে। সৌরভের আশা, ফের ছন্দে ফিরছেন রাহুল রান পাবেন।
ইনদৌর টেস্ট শুরুর আগেই চর্চায় রয়েছে শুভমন গিলের নাম। দিল্লি টেস্টে রাহুলের ব্যর্থতার পরেই শুভমনের নাম চর্চায় এসেছে। অনেক প্রাক্তন চাইছেন শুভমনকে দিয়ে ওপেন করাতে। সৌরভও কার্যত তাই মনে করেন। কারণ, শুভমন সম্পর্কে প্রবল আস্থা রয়েছে প্রাক্তন অধিনায়কের। তিনি মনে করেন, আগামী প্রজন্মের মুখ হতে পারেন পঞ্জাবের এই ক্রিকেটার।
১ মার্চ থেকে ইনদৌরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এর আগেই সৌরভ দাবি করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ ৪-০ জিতবে। তবে তিনি মনে করেন মিডল অর্ডারকে আর মনযোগ দিয়ে ব্যাট করতে হবে।